প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজেকে পরিপূর্ণরূপে গড়ে তোলার। আর সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদিতে হলে আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ছোট হোক বা বড় আমি যেটাই করিনা কেনো আমাকে সেই কাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই কোননা কোন দিক দিয়ে প্রতিভাবান। আর আপনার প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য আমরা তৈরি করেছি EXNIN অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম।
একজন মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন, তেমনি ভাবে আপনার লক্ষকে পরিপূর্ণরুপে পূরণ করতে প্রয়োজন হয় দক্ষতার। আপনি দেশ-বিদেশের চাকরি কিংবা ব্যবসা অথবা ফ্রিল্যান্সিং সেক্টরের যেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাননা কেনো, আপনাকে পরিপূর্ণ একটি স্কিল অর্জন করতে হবে। যার যত ভালো স্কিল থাকবে, সে ততটাই এগিয়ে থাকবে। সেই সাথে অন্যদেরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আর আপনাদের এগিয়ে যাবার সাফল্যই আমাদের পথচলার অনুপ্রেরণা।
আমরা বিভিন্ন সময়ে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসীর ছেলেমেয়েরা ঠিকমতো বাংলা বলতে পারে না। অনেকেই আমাদের জাতীয় সঙ্গীত গাইতে পারেন না। আমাদের ভাষা ও সংস্কৃতির ইতিহাস সম্পর্কে তাদের মোটেও ধারণা নেই, কারণ আমরা বুঝতে পারি যে বিভিন্ন দেশের স্কুলে তারা আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতির উপর শিক্ষা দেয় না, তারা কেবল তাদের ভাষা শেখায় এবং প্রবাসে অভিভাবকরা বেশিরভাগ সময় তাদের কাজে ব্যস্ত থাকায় তারা তাদের সন্তানদের ভাষা, সংস্কৃতি, আমাদের জীবনের ইতিহাস সম্পর্কে যথেষ্ট সময় দিতে পারছে না। বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে প্রতিটি শিশুকে সৃজনশীলভাবে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন সঠিক ভাষার ব্যবহার। প্রবাসীরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, আমরা আমাদের EXNIN এর মাধ্যমে তাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, ইংরেজি শিক্ষায় গড়ে তুলব এবং একই সঙ্গে আমাদের দেশের উন্নত প্রযুক্তির দিকগুলো সঠিকভাবে বিশ্বের সামনে তুলে ধরব।
বর্তমান প্রযুক্তির এই যুগে অনেক অসম্ভব কাজে সফলতা আনা সম্ভব। সেজন্য আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। সময়মতো ভালো সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করে এগিয়ে যেতে হবে। তাহলে সাফল্য অবশ্যই আমাদের ধরা দেবে। আমি যাই করি না কেন, নিজের জন্য এবং দেশ ও জাতির কল্যাণের জন্যই করব, তাই সবাইকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, একাডেমিক শিক্ষার পাশাপাশি একটি বিষয়ে পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে এবং নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে হবে। তাহলে আপনার জীবনে সঠিক পরিপূর্ণতা আসবে। আমাদের EXNIN আপনার সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রবাসীরা উন্নত জীবনের জন্য কঠোর পরিশ্রম করলেও তাদের শ্রমের সঠিক মূল্য পায় না। এর কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো ইংরেজি ভাষার দুর্বলতা, বিদেশি ভাষা সঠিকভাবে না জানা, চাকরির ধারণার অভাব, সম্পূর্ণ দক্ষতার দুর্বলতা। আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে আমাদের টিম সবসময় এই দক্ষতা নিয়ে কাজ করছে। আমাদের টিম সর্বদা আপনাকে একটি সম্পূর্ণ অনলাইন কোর্সের মাধ্যমে দক্ষ হতে সাহায্য করবে। বিদেশে ভালো চাকরি পাওয়ার জন্য কম্পিউটার সম্পর্কে বিভিন্ন জ্ঞান আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোর একটি। তাই আপনার উন্নত জীবন গড়তে আমরা আপনাকে সঠিক নির্দেশনা সহ আপনার প্রয়োজনীয় কম্পিউটার কোর্স গুলো শেখাব।
বর্তমানে সবাই এখন ফ্রিল্যান্সিং শব্দটির সাথে পরিচিত। ফ্রিল্যান্সিং হল কম্পিউটারের সাহায্যে অনলাইনে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায়। এই কাজটি যেকোন বয়সের মানুষই করতে পারে, এর জন্য কম্পিউটারের সাথে ভালো দক্ষতার বিকাশ প্রয়োজন। আমাদের EXNIN ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন দক্ষতার উপর কাজ করে আসছে যেমন: গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এছাড়াও কম্পিউটার রিলেটেড নানান কোর্স। প্রথমে আপনি যেকোনো একটি কাজ ভালোভাবে শিখে ফ্রিল্যান্সিং শুরু করে ভবিষ্যতে সুন্দর ক্যারিয়ার গড়তে পারেন। ফ্রিল্যান্সিং এ আপনার সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের EXNIN সবসময় আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেনো, আপনি সঠিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের EXNIN এর মাধ্যমে আপনার অনলাইন কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে শূন্য থেকে পূর্ণ করে তুলতে পারেন এবং সফলভাবে নিজেকে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। আমাদের EXNIN দক্ষতার সাথে গড়ে তুলতে সর্বদা আপনার পাশে থাকবে এবং EXNIN আমাদের দেশের বিশাল জনসংখ্যার কিছুটা বেকার সমস্যা সমাধানে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।
Powered By: Explore Next Information Limited
Ownership Type : Joint Venture Company
Licence No : TRAD/DNCC/001463/2022
E-TIN Number : 815133198800
DBID Certificate No : 163117096
RJSC Certificate No : C-181784/2022
138 Nabodhara Bhabon, Left-9, Office-9B, Shah Alibag, Mirpur-1, Dhaka-1216
ফ্রি শিখেতে রেজিস্ট্রেশন সফল হয়েছে